প্রকাশিত: Mon, Dec 12, 2022 5:25 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:40 AM

দেশে ফেরার পর হারুনের ব্যাপারে সিদ্ধান্ত

বিএনপির ৬ এমপির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সালেহ্ বিপ্লব, মনিরুল ইসলাম:  বিএনপির ৬ এমপির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। এই এমপিরা হলেন জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। রোববার সকালে জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও রুমিন ফারহানা সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান। তারা বিধিমোতাবেক স্পিকারের সামনে সই করে পদত্যাগপত্র জমা দেন। উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) অসুস্থ থাকায় সংসদে যেতে পারেননি। তার সই করা পদত্যাগপত্র অন্যরা পৌঁছে দেন। আর হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) বিদেশে রয়েছেন। 

রোববার সন্ধ্যার পর ৬ এমপির আসন শূন্য করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। স্পিকার অফিস আগেই জানিয়েছে, এমপি হারুণ মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তবে সেটি গ্রহণ করা হবে না। তিনি সশরীরে পদত্যাগপত্র জমা দিলে তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। সম্পাদনা: খালিদ আহমেদ